Article

মুঠোফোন

September 06, 2017

মুঠোফোন

---------

ইদানীং রেবেকার জন্যে

অন্ততঃ ওর কন্ঠস্বরের জন্যে

দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হয় না।

ইচ্ছে করলেই যখন তখন

আমি ওর সুরেলা মিষ্টি আওয়াজ

প্রানভরে অনুভব করতে পারি।

ও যখন পরম নির্ভরতায়

গাড়িতে হেলান দিয়ে

শহরের ব্যস্ততম রাজপথের ওপর দিয়ে

ছুটে চলে,

অথবা জনারন্য শপিং সেন্টারে,

উৎসবের ভীড়ে, গানের ক্লাসে

সর্বত্রই অবাধ যোগাযোগ।

আমি ওর নিত্যনতুন প্রকাশে মুগ্ধ হই।

কখনো সুরেলা হাসির আ্ওয়াজে

খরস্রোতা নদীর পাড়ভাঙার উন্মাদনা,

কখনো ভারী কন্ঠস্বরে আষাঢ় মেঘের ঘনঘটা।

কখনো অতি বিব্রত চাপাস্বর,

“নাইসভাই, বন্যাদি ক্লাস নিচ্ছেন,

এখন নয়, প্লী------------জ।”

এ সব কিছুই আমার তন্ত্রীতে

সুরেলা সরোদের অনুরননে ভরে তোলেে

এবং একসময় রেশমী সুতোয় বোনা,

টুকরো কথার মালা

ছবির ফ্রেমে বন্দী হয়ে যায়।

মুঠোফোন

Comments